কারা হেফাজতে বিএনপি নেতার মৃত্যু
গতকাল শনিবার রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। ছবি : এনটিভি
ঢাকা সিটি করপোরেশনের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন কারা হেফাজতে মারা গেছেন। গতকাল শনিবার রাত ১০টার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।
জানা গেছে, মোসলেম উদ্দিন ঢাকা সিটি করপোরেশনের কমলাপুর ৮ নম্বর ওয়ার্ডের সাবেক কমিশনার ও মতিঝিল থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক। গত ১ জুলাই রাজনৈতিক সহিংসতার মামলায় মোসলেম উদ্দিনকে গ্রেপ্তার করে মতিঝিল থানা পুলিশ।
এর আগে গত ৩ মে কারা হেফাজতে মারা যান বিএনপি নেতা ও সাবেক সংসদ সদস্য নাসিরউদ্দিন আহাম্মেদ পিন্টু। বিডিআর বিদ্রোহ মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ছিলেন তিনি।

নিজস্ব প্রতিবেদক