প্রাইভেটকার, বাসে করে রাজধানীতে ইয়াবা আসে!
কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারে অভিযান চালিয়ে ১৮ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। এসব ইয়াবা রাজধানী ঢাকায় আসছিল। এ ঘটনায় একটি প্রাইভেটকারসহ চারজনকে আটক করেছে জেলা ও হাইওয়ে পুলিশ।
গতকাল বুধবার পর্যন্ত এ অভিযান চালানো হয়।
আটকরা হলেন ফরিদপুর কোতোয়ালি থানার পূর্ব খাবাসপুর গ্রামের মাসুদ দেওয়ান ( ৪০) এবং একই এলাকার দক্ষিণ ঝিলাতলী গ্রামের মারুফ খান (২৮), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শামুকসার গ্রামের আবুল হাশেম ওরফে সোহাগ এবং লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার নলছড়া গ্রামের মো. আশিক।
চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মৃধা জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় ১৩ হাজার ইয়াবাসহ মাসুদ দেওয়ান ও মারুফ খানকে আটক করা হয়।
অন্যদিকে, ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহাসড়কের তীরচর এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি করে পাঁচ হাজার ইয়াবাসহ আবুল হাশেম ও আশিককে আটক করা হয়। এ সময় তাঁদের ব্যবহৃত প্রাইভেটকারটিও জব্দ করা হয়েছে।

কাজী রাশেদ, চান্দিনা