সংসারে ‘অভাব’, তাই মা বৃদ্ধাশ্রমে

Looks like you've blocked notifications!
রাজধানীর উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রমে শতবর্ষী মেহেরুন্নেসা। ছবি : মোহাম্মদ ইব্রাহিম

সংসারে অভাব থাকায় রাজধানীর উত্তরখানের আপন নিবাস বৃদ্ধাশ্রমে এক বৃদ্ধাকে রেখে গেছেন তাঁর ছেলে। তাই ছেলের প্রতি তেমন ক্ষোভ নেই বলে জানালেন প্রায় ১০০ বছর বয়সী মা মেহেরুন্নেসা।

আজ শনিবার আপন নিবাস বৃদ্ধাশ্রমে এনটিভি অনলাইনকে মেহেরুন্নেসা বলেন, ‘ছেলে তো আমারে ফেলে দেইনি বাবা, আইস্যা কান্নাকাটি করে। ছেলে সেলাইয়ের কাম করে। তেমন কামাই রোজগার নাই, তার বউয়ের অসুখ, কিডনি নষ্ট। তাই আমারে এই জায়গায় রাইখা দিছে।’

মেহেরুন্নেসা সম্পর্কে জানতে চাইলে আপন নিবাস বৃদ্ধাশ্রমের দায়িত্বে থাকা উম্মে কুলসুম এনটিভি অনলাইনকে বলেন, মেহেরুন্নেসার বয়স প্রায় ১০০ বছর। তাঁর স্বাভাবিক বোধশক্তি এখন অনেক কমে গেছে। বাসায় থাকলে ঘরের ভেতরে প্রস্রাব-পায়খানা করতেন।’

মেহেরুন্নেসার একমাত্র ছেলে একটি টেইলার্সে দর্জির কাজ করে সংসার চালান। তাঁর আবার দুটি সন্তান আছে। অপর দিকে তাঁর বউয়ের কিডনি নষ্ট, সব সময় অসুস্থ থাকেন। মাকে দেখার জন্য কেউ নেই। তাই মেহেরুন্নেসাকে তাঁর ছেলে নিজে এসে এখানে (বৃদ্ধাশ্রমে) রেখে গেছেন।’

মেহেরুন্নেসা সম্পর্কে জানতে চাইলে আপন নিবাস বৃদ্ধাশ্রমের  প্রতিষ্ঠাতা পরিচালক সেলিনা শেলী বলেন, ‘তাঁর (মেহেরুন্নেসা) ছেলে আসলে মাকে অনেক ভালোবাসেন। কিন্তু একদিকে অসচ্ছল অবস্থা, আর অপর দিকে তাঁর বউ অনেক বেশি অসুস্থ। বাড়িতে বৃদ্ধা মাকে দেখার জন্য আর কেউ নেই, তাই আমাদের কাছে রেখে গেছেন। তবে তাঁর ছেলে মাঝেমধ্যেই মায়ের খোঁজখবর নেন এবং এখানে এসে দেখা করে যান।’