ম্যাগি নুডলস বন্ধের দাবি উঠল সংসদে
বাংলাদেশ থেকে ম্যাগি নুডলস নিষিদ্ধ করার দাবি উঠেছে জাতীয় সংসদে। আজ সোমবার দশম জাতীয় সংসদের দ্বিতীয় বাজেট অধিবেশন চলাকালে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করে ৭১ বিধিতে আওয়ামী লীগদলীয় সংরক্ষিত সংসদ সদস্য নূরজাহান বেগম এ দাবি জানান।
নূরজাহান বেগম বলেন, ‘ভারতে ম্যাগি নুডলসে মানুষের শরীরের জন্য ক্ষতিকর সিসার মতো উপাদান পাওয়া গেছে। এর মাত্রা ১৬ ভাগেরও বেশি। যা মানুষের শরীরে ক্যান্সার তৈরি করতে পারে। তাই আমি বাংলাদেশে ম্যাগি নুডলস বন্ধের দাবি জানাই।’
ভারতে এরই মধ্যেই এই খাদ্যদ্রব্যটি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি সেখানকার উচ্চ আদালতও তা বাজারজাত করার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন জানিয়ে নূরজাহান বেগম আরো বলেন, ‘ম্যাগি নুডলসে সিসা পাওয়ায় শুধু ভারতেই ৪০০ কোটি টাকার নুডলস ধ্বংস করা হয়েছে। এমনকি বাংলাদেশেও এর দাম ২৫ শতাংশ কমানো হয়েছে। ল্যাবে পরীক্ষার মাধ্যমে ম্যাগি নুডলসে ১৭ শতাংশের বেশি সিসা পাওয়া গেছে। এই নুডলস গর্ভবতী মায়েরা খেলে সন্তান নষ্ট হয়ে যাবে। এমনকি ক্যান্সারের ঝুঁকিও রয়েছে। তাই বাণিজ্যমন্ত্রীর কাছে আমার দাবি, ভারতের মতো বাংলাদেশেও যেন ম্যাগি নুডলসের সব ধরনের আমদানি ও বাজারজাতকরণ বন্ধ করা হয়।’
ভারত, সিঙ্গাপুর ও নেপালে ম্যাগি নুডলস নিষিদ্ধ ঘোষণা করেছে জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘নেসলে কোম্পানি ৪০০ কোটি টাকার নুডলস ধ্বংস করেছে। তারপরও আমাদের এখানে ম্যাগি নুডলস বিক্রি হচ্ছে। যা অত্যন্ত দুঃখজনক। সে জন্যই আমি অবিলম্বে ম্যাগি নুডলস বন্ধের দাবি জানাচ্ছি।’