ফখরুলের ওপর হামলা সরকারের জন্য ক্ষতিকর : ওবায়দুল
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/06/27/photo-1498531911.jpg)
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের গাড়িবহরে হামলা দেশ ও সরকারের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
ঈদের দিন সোমবার দুপুরে ঝটিকা সফরে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের শালবাগান এলাকায় ধসে পড়া অংশের পুনঃসংস্কার কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে সেতুমন্ত্রী এ মন্তব্য করেন।
ওবায়দুল কাদের বলেন, ‘রাঙামাটিতে পাহাড়ধসের সাত দিন পর উনারা (বিএনপি মহাসচিব) এখানে আসছিলেন। এটাই তো উনাদের মাইনাস পয়েন্ট। এই মাইনাসকে আমি প্লাস করতে যাব কেন?’
‘এটা একটি বিচ্ছিন্ন ঘটনা হতে পারে। কারা ঘটিয়েছে, আমরা বের করব। কারণ, যারা এ ঘটনা ঘটিয়েছে, তারা সরকারের ক্ষতি করেছে, দেশের ক্ষতি করেছে। তারা যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
রাঙামাটিতে গিয়ে ফটোসেশন ছাড়া বিএনপির কোনো উদ্দেশ্য ছিল না বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, পাহাড়ধসের ঘটনার এক সপ্তাহ পর রাঙামাটি এসে নাটক তৈরির চেষ্টা করেছিলেন বিএনপির মহাসচিব। কিন্তু সেটা হয়নি।
ঝটিকা সফরের সময় সেতুমন্ত্রীর সঙ্গে ছিলেন রাঙামাটির জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মানজারুল মান্নান, পুলিশ সুপার (এসপি) সাঈদ তারিকুল হাসান প্রমুখ।