সীমান্তে পড়ে আছে লাশ, গুলি করে হত্যার অভিযোগ

Looks like you've blocked notifications!

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার দইখাওয়া সীমান্তসংলগ্ন ভারতীয় কাঁটাতারের বেড়ার এপাশে শূন্যরেখায় (নো ম্যান্স ল্যান্ড) এক ব্যক্তির মরদেহ পড়ে আছে। তবে তাঁর পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এলাকাবাসীর অভিযোগ, গতকাল বুধবার রাত ১টার দিকে তাঁরা সীমান্তে গুলির শব্দ শুনেছেন। আজ সকালে সেখানে লাশ পড়ে থাকতে দেখে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) খবর দেন।

বিজিবির দইখাওয়া ক্যাম্পের সুবেদার আবদুল কাদের জানান, রাতে তাঁরাও গুলির শব্দ শুনেছেন। লাশটি বাংলাদেশি না ভারতীয়র, তা এখনো নিশ্চিত নয়।

আজ বৃহস্পতিবার সকালে বিজিবির পক্ষ থেকে এ ঘটনায় পতাকা বৈঠকের জন্য ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সকে (বিএসএফ) চিঠি পাঠানো হয়েছে।

এখন পর্যন্ত কোনো সাড়া মেলেনি। পতাকা বৈঠক হলে এ ঘটনা সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন বিজিবির সুবেদার।

বিজিবি ও সীমান্তবাসী জানায়, আন্তর্জাতিক সীমান্ত পিলার ৯০৫-এর ১০ নম্বর সাব-পিলারের কাছে ভারতের পুটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।