রাজধানীতে কম্প্রেসার বিস্ফোরণে দগ্ধ আরেক যুবকের মৃত্যু

রাজধানীর চকবাজার থানার লালবাগ চৌরাস্তা এলাকায় ইলেকট্রনিকসের শোরুমে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে দগ্ধ আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় তিনজনের মৃত্যু হলো।
আজ বুধবার বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে জাকির হোসেন (২৪) নামের ওই যুবক মারা যান।
ঢামেকের বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল জানান, জাকিরের শ্বাসনালিসহ শরীরের ২৫ ভাগ দগ্ধ হয়েছিল।
গত ২ জুলাই চকবাজার থানাধীন লালবাগ চৌরাস্তা এলাকায় একটি ইলেকট্রনিকসের দোকানে কম্প্রেসার মেশিন বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। পরে তাঁদের ঢামেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।
চিকিৎসাধীন অবস্থায় গত ৭ জুলাই মাসুম (৩৭) ও গতকাল মঙ্গলবার আবুল কাশেম (৬৫) নামের দুজনের মৃত্যু হয়। আর আজ সকালে জাকির হোসেন মারা যান।