সিলেটে মূসক দিবস উদযাপন

‘সময়মতো মূসক দেব, দেশ গড়ায় অংশ নেব’ স্লোগানকে সামনে রেখে সিলেটে উদযাপিত হয়েছে জাতীয় মূসক দিবস ও জাতীয় মূসক সপ্তাহ-২০১৫। মূল্য সংযোজন কর (মূসক) দাতাদের উদ্বুদ্ধকরণ ও মূসক কর্মকর্তাদের মধ্যে সেবার মানসিকতা বৃদ্ধির জন্য কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উদ্যোগে সিলেট নগরীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আজ শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর উপশহরে একটি হোটেলের হলরুমে সিলেটের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনার ড. এ কে এম নুরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী, সিলেট মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার মো. কামরুল আহসান, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমদ প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে সিলেট অঞ্চলের ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের সকল স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সভায় সিলেট বিভাগের সকল জেলাপর্যায়ের সর্বোচ্চ সংযোজন কর (মূসক) ভ্যাট প্রদানকারী ১১টি প্রতিষ্ঠানকে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ করদাতা প্রতিষ্ঠান হিসেবে পুরস্কৃত করা হয়।
সভার আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।