‘ত্রিপুরাপাড়ার ৩৮৮ জন টিকা নেয়নি, ভুলে গেছি’

Looks like you've blocked notifications!
সোনাইছড়িতে অসুস্থ হয়ে নয় শিশু মারা যায়, হাসপাতালে ভর্তি আছে আরো অনেক শিশু। ছবি : এনটিভি

চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়িতে গত সপ্তাহে ৯ শিশু মারা যায়। অসুস্থ আরো ৩৬ শিশু বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়। প্রথম দফায় অপুষ্টিজনিত কারণে বললেও, আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হামে আক্রান্ত হয়ে এসব শিশু মারা গেছে।

ত্রিপুরাপাড়া নামে ওই এলাকার ৩৮৮ জনের কেউই টিকা নেয়নি। এ ব্যাপারে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বলেন, ‘প্রক্রিয়ার কারণে হয়তো বাদ পড়েছে, ভুলে গেছি।’

আবুল কালাম আজাদ বলেন, ‘আমরা এখান থেকে শিখতে পেরেছি এখানে ছোট, ক্ষুদ্র জনগোষ্ঠী থাকতে পারে, যারা প্রক্রিয়ার কারণে হয়তো বাদ পড়েছে। হয়তো ভুলে গেছি।’

জন্মের পরই দেশের সব শিশুদের টিকা গ্রহণ বাধ্যতামূলক। সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) মাধ্যমে বিনামূল্যে এ টিকা দেওয়া হয়। শিশুদের যক্ষ্মা, ডিপথেরিয়া, ধনুষ্টংকার, পোলিও, হেপাটাইটিস বি, হিমো-ইনফ্লুয়েঞ্জা বি, হাম ও রুবেলা এই নয়টি রোগের প্রতিষেধক টিকা দেওয়া হয়।

সরকারের সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের ৯৪ শতাংশের বেশি শিশু টিকাদান কর্মসূচির আওতায় আছে।