ছাত্রলীগের সম্মেলন : প্রথম দিন ১৫টি ফরম বিক্রি
বাংলাদেশ ছাত্রলীগের ২৮তম কেন্দ্রীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ পেতে আগ্রহী ১৫ জন আজ রোববার মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। আগামী ১৫ জুলাই বুধবার বিকেল ৫টা পর্যন্ত এই ফরম বিতরণ ও জমাদান কার্যক্রম চলবে।
আজ বেলা ১১টায় ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। এই সময় উপস্থিত ছিলেন সম্মেলনের নির্বাচন কমিশনার ও ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সুমন কুন্ড, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক শেখ রাসেল।
নির্বাচন কমিশন (নিক) সূত্রে জানা গেছে, প্রতিটি ফরমের জন্য জনতা ব্যাংকের রমনা শাখায় বাংলাদেশ ছাত্রলীগের সঞ্চয়ী হিসাব নম্বর ৩৪০৭৯৪১৯-এ তিন হাজার টাকা জমা দিয়ে পে অর্ডারের মাধ্যমে অথবা কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন কমিশনারের কাছে সরাসরি টাকা জমা দিয়ে ফরম সংগ্রহ করা যাবে।
দপ্তর সম্পাদক শেখ রাসেল জানান, প্রতিদিন বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মনোনয়ন ফরম বিতরণ করা হবে। আজ প্রথম দিন ১৫ জন ফরম সংগ্রহ করেছেন।

বিশ্ববিদ্যালয় সংবাদদাতা