চুরির অভিযোগে এসআইসহ দুজনের বিরুদ্ধে মামলা
মারধর, চুরি ও হুমকির অভিযোগে যাত্রাবাড়ী থানার এক উপপরিদর্শক ও এক কনস্টেবলের বিরুদ্ধে মামলা করেছেন ভুক্তভোগী।
এঁরা হলেন যাত্রাবাড়ী মডেল থানার এসআই আজাদ ও কনস্টেবল মোকলেস।
আজ রোববার রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকাধীন ১০৬৬ নম্বর কাজলার পাড় বাড়ির বাসিন্দা ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ দণ্ডবিধির ১৪৩/১৪৪/৩৮০/৩২৩/৫০৬/১০৯ ধারার অভিযোগে একটি নালিশি মামলা করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম তসরুজ্জামান বাদীর জবানবন্দি গ্রহণ করেন।
শুনানি শেষে বিচারক ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য ঢাকার আদালতের ডিসি প্রসিকিউশনকে তাঁর অধীনস্থ কর্মকর্তাকে দিয়ে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। একইসঙ্গে প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩ সেপ্টেম্বর দিন রেখেছেন বিচারক। আদালতে বাদীর পক্ষে আইনজীবী এস এম লুৎফর রহমান শুনানি করেন।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, গত ৯ জুলাই বিকেল সাড়ে ৪টার দিকে কোনো কারণ ছাড়াই দুই পুলিশ সদস্য ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদেরে ব্যবসাপ্রতিষ্ঠানের গেটের সামনে এসে তাঁর খোঁজ করেন।
বাদীর বাসার ভেতরে তাঁর পরিচালনাধীন কারখানার ভিতরে প্রবেশ করেন। অবৈধ ব্যবসার কথা বলে জেলে পাঠানোর হুমকি দেন। এ সময় কনস্টেবল মোকলেছ ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদকে গলাধাক্কাও দেন এবং তাঁর ছোট ভাই রূপককে চড় মারেন। জোর করে রূপকের পকেটে হাত দিয়ে বলে গাঁজা পাওয়া গেছে। সাথে সাথে তাঁর হাতে হ্যান্ডকাপ পরিয়ে দেন।
এ সময় দুই পুলিশ সদস্য বলেন, এই জায়গা খালি না করলে সবাইকে হেরোইন, ফেনসিডিল ও মাদকের মামলায় জেলে পাঠিয়ে দেব। পুলিশ সদস্যরা কারখানার ভেতরে টেবিলের ওপর রাখা মূল্যবান একটি পার্টস নিয়ে যায়, যার আনুমানিক মুল্য ৫০ হাজার টাকা।
এ সময় স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে এলে পুলিশ সার্বিক অবস্থা বেগতিক দেখে রূপককে ছেড়ে দিয়ে যেতে বাধ্য হয়। পরে তারা এলাকা ছেড়ে চলে যায়।

নিজস্ব সংবাদদাতা