উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে তৎপর থাকুন : প্রধানমন্ত্রী
সরকারের নেওয়া উন্নয়ন প্রকল্পগুলো যথাযথভাবে বাস্তবায়িত হচ্ছে কি না, সে জন্য সংশ্লিষ্ট এলাকাবাসীকে তৎপর থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঢাকার মিরপুরের বিরুলিয়া-আশুলিয়া সেতু, বান্দরবানের থানচি-আলীকদম সড়ক, রংপুর শহরের ১৬ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণ, বিআইডব্লিউটিসির যাত্রীবাহী জাহাজ এমভি মধুমতি, ভাষাসৈনিক গোলাম মাওলা রো রো ফেরি ও কুসুমকলি ফেরির উদ্বোধন করার সময় প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। এর মধ্যে সড়ক যোগাযোগ ও সেতু বিভাগের আওতাধীন প্রথম তিনটি প্রকল্পে মোট ব্যয় হয়েছে প্রায় ২৯৫ কোটি টাকা। থানচি-আলীকদম সড়কটি বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল ওয়ার্কস ডিপার্টমেন্ট নির্মাণ করেছে। এই সড়ক বাংলাদেশের সবচেয়ে উঁচু সড়ক, যা ভূপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে তিন হাজার ফুট উঁচু। এই সড়ক দিয়ে বান্দরবান থেকে সরাসরি কক্সবাজার যাতায়াত করা যাবে।
এ বছরের শুরুতে রাজনৈতিক সহিংসতার কারণে যোগাযোগ ব্যবস্থার অনেক ক্ষতি হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তা সত্ত্বেও সরকার ব্যাপক উন্নয়নের চেষ্টা করে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক