গাংনীতে অস্ত্র ও বোমা জব্দ, আটক ১

Looks like you've blocked notifications!

মেহেরপুরের গাংনী উপজেলায় কাজীপুর গ্রাম থেকে আবদুর রশিদ (৪০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাতে আটকের সময় তাঁর কাছ থেকে একটি অস্ত্র ও দুটি বোমা জব্দ করা হয়েছে বলে পুলিশ দাবি করেছে।  

পুলিশ রশিদকে মাদক ব্যবসায়ী বলে দাবি করলেও তিনি নিজেকে বিজিবি ক্যাম্পের সোর্স হিসেবে দাবি করেছেন।

মেহেরপুরের সহকারী পুলিশ সুপার (সার্কেল) মোস্তাফিজুর রহমান জানান, আবদুর রশিদ কাজীপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতীয় ফেনসিডিলসহ মাদক পাচারের সঙ্গে জড়িত। একটি সশস্ত্র মাদক ব্যবসায়ী চক্রের মাধ্যমে তারা দীর্ঘদিন ধরে ব্যবসা চালিয়ে আসছিল। মাদক পাচারের উদ্দেশ্যে কাজীপুর গ্রামে নিজ বাড়ির কাছে রশিদ ও তার সহযোগীরা জড়ো হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার দিবাগত রাত ১টার দিকে অভিযান চালানো হয়। এ সময় একটি এলজি সাটারগান ও দুটি বোমাসহ রশিদকে আটক করতে সক্ষম হয় পুলিশ। কিন্তু তার সহযোগীরা পালিয়ে যায়। রশিদের নামে গাংনী থানায় মামলা দায়েরের পর আদালতে সোপর্দ করা হবে। 

আটক রশিদ জানিয়েছে, সে স্থানীয় বিজিবি ক্যাম্পের সোর্স হিসেবে কাজ করে। কয়েকজন মাদক ব্যবসায়ীর সঙ্গে বিরোধের জের ধরে অস্ত্র বোমার নাটক সাজিয়ে তাকে আটক করা হয়েছে।