মশা মারতে গাপ্পি মাছ ‘দাগল’ সিটি করপোরেশন
মশা মারতে কামান নয়, এবার গাপ্পি মাছ ‘দাগা’ শুরু করল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। মশার বংশবৃদ্ধি রোধে ঢাকার ৪৫০ কিলোমিটার নর্দমা ও জলাশয়ে ১৫ লাখ গাপ্পি মাছ ছাড়া হবে।
আজ সোমবার চিকুনগুনিয়া ও ডেঙ্গু বিষয়ে স্ট্যামফোর্ড ইউসিভার্সিটি আয়োজিত সেমিনারে এসব তথ্য জানিয়েছেন মেয়র সাঈদ খোকন। এ সময় স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটি জলাশয়ে বেশ কিছু গাপ্পি মাছ ছাড়েন তিনি।
সেমিনারে মেয়র বলেন, ছোট আকারের এই গাপ্পি মাছ পানিতে মশা ও এর ডিম খেয়ে বংশবিস্তার রোধে ভূমিকা রাখে। তিনি বলেন, ‘আমরা এই গাপ্পি মাছের প্রকল্প প্রস্তুত করবার জন্য খুব দ্রুততম সময়ের মধ্যে আমরা আমাদের কার্যক্রম শুরু করব। ৪৫০ কিলোমিটার নর্দমার ড্রেনে আমাদের গাপ্পি মাছ ছাড়া হবে। এ ছাড়া অন্যান্য কার্যক্রম অব্যাহত থাকবে। এটা একটা চলমান প্রক্রিয়া।’
এ সময় সাম্প্রতিক সময়ে যারা চিকুনগুনিয়াকে মহামারী হিসেবে আখ্যা দিয়েছিলেন তাদের সমালোচনা করেন সাঈদ খোকন। নানা উদ্যোগ নেওয়ার মাধ্যমে চিকুনগুনিয়া পরিস্থিতি সফলভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানান তিনি।
গাপ্পি মাছ মূলত বাংলাদেশে অ্যাকুরিয়ামে চাষ করা হয়। ব্রাজিল বা ভেনেজুয়েলায় এ মাছ সহজলভ্য। এই জাতীয় মাছ ডিম পাড়ে না, সরাসরি বাচ্চা দেয়। এদের খাদ্যতালিকার শুরুতেই রয়েছে মশার লার্ভা। এ ছাড়া অন্যান্য মাছ ও জলজ প্রাণীর লার্ভা খায় গাপ্পি মাছ। ফলে মশার বংশ বিস্তার রোধে এই মাছ নর্দমায় ছাড়ার পরিকল্পনা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।