বাপ্পী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে আশুলিয়ায় মানববন্ধন

ঢাকার সাভারের আশুলিয়ায় ঝুট ব্যবসায়ী বাপ্পী মিয়া হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
আজ শুক্রবার সকালে আশুলিয়ার বাইপাইলে নবীনগর-চন্দ্রা মহাসড়কে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আওয়ামী লীগ সমর্থিত ধামসোনা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হালিমসহ অন্য আসামিদের গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানায় এলাকাবাসী।
গত ১১ ফেব্রুয়ারি রাতে আশুলিয়ার কাইচাবাড়ী এলাকায় একটি চায়ের দোকানে ঝুট ব্যবসায়ী বাপ্পী মিয়াকে এলোপাতাড়ি কুপিয়ে আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তাঁর দুই হাত প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। ১২ ফেব্রুয়ারি ভোর রাতে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে বাপ্পীর মৃত্যু হয়। এ ঘটনায় বাপ্পীর বাবা আইন উদ্দিন বাদী হয়ে আব্দুল হালিমকে এক নম্বর আসামি করে আশুলিয়া থানায় একটি মামলা করেন।