প্রাইভেটকারের চাপায় শিশুসহ নিহত ২
এই প্রাইভেটকারের চাপা পড়ে শিশু ও তার ফুফু নিহত হয়। ছবি : এনটিভি
কুমিল্লার নগরীর কাপ্তানবাজার এলাকায় প্রাইভেটকারের চাপায় শিশুসহ দুজন নিহত হয়েছে। নিহতরা হলো খাদিজা (২৬) ও তাঁর ভাইয়ের মেয়ে জান্নাত (৪)।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় প্রাইভেটকার চালককে আটক করা হয়েছে।
স্থানীয় লোকজন জানায়, নিহত খাদিজার বাড়ি চান্দিনা উপজেলার বলারচর এলাকায়। তিনি নগরীর মুন্সেফ কোয়ার্টার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, কাপ্তানবাজার এলাকায় একটি প্রাইভেটকার দ্রুতগতিতে যাওয়ার সময় চালক নিয়ন্ত্রণ হারায়। এ সময় শিশুসহ দুজন চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
শিশুর লাশ কোলে নিয়ে তার মাকে আহাজারি করতে দেখা যায়।
ওসি আবু সালাম জানান, লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

মো. জালাল উদ্দিন, কুমিল্লা