সংবাদ সম্মেলনে র‍্যাবপ্রধান

ঈদ জামাতে জায়নামাজ ও পানি সঙ্গে নিতে পারবেন মুসল্লিরা

Looks like you've blocked notifications!

সব ধরনের ঝুঁকির বিষয় মাথায় রেখেই ঈদুল আজহাকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা সাজানো হয়েছে বলে জানিয়েছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ। নিরাপত্তার স্বার্থে ঈদের জামাতে মুসল্লিরা শুধু জায়নামাজ সঙ্গে আনতে পারবেন। তবে প্রয়োজনে পানিও সঙ্গে নেওয়া যেতে পারে।

আজ বুধবার বেলা সাড়ে ১১টায় জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক সংবাদ সম্মেলনে র‍্যাবের মহাপরিচালক এসব তথ্য জানান।

বেনজীর আহমেদ জানান, এবারের ঈদুল আজহায় রাজধানীতে প্রায় ৬০০ জামাত অনুষ্ঠিত হবে। তাই র‍্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর অন্য সদস্যদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

র‍্যাবপ্রধান বলেন, ‘নিরাপত্তাব্যবস্থাকে অহেতুক কেউ ঝামেলা হিসেবে নেবেন না। নিরাপত্তাব্যবস্থার জন্য সময় বেশি লাগতে পারে, বিরক্তও লাগতে পারে।’

তাই সে বিষয়টিকে মাথায় রেখেই সাধারণ জনগণকে সহযোগিতা করার জন্য আহ্বান জানান বেনজীর।

র‍্যাবের মহাপরিচালক আরো বলেন, ঈদুল আজহা উপলক্ষে সারা দেশে র‍্যাবের পক্ষ থেকে নিরাপত্তা কার্যক্রম বাড়ানো হয়েছে। বাহিনীটির ১৪টি ব্যাটালিয়নের মধ্যে নয়টি ঢাকাতে। বাকি ব্যাটালিয়ন ও বিভিন্ন ক্যাম্প থেকে সংশ্লিষ্ট এলাকায় ঈদের জামাতে নিরাপত্তা দেবে র‍্যাব।