কীর্তনখোলায় যুবকের মৃতদেহ উদ্ধার

বরিশালের কীর্তনখোলা নদীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সেতুর নিচ থেকে অজ্ঞাতনামা এক যুবকের (২২) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১টায় কোতোয়ালি থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) নূরে আলম নদী থেকে এই মরদেহ উদ্ধার করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাখায়াত হোসেন জানান, স্থানীয় লোকজন কীর্তনখোলা নদীতে মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। এরপর পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে। মৃতদেহের পরনে সাদা গেঞ্জি ও নীল রঙের প্যান্ট রয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি।