ঈদের সকালে লক্ষ্মীপুরে বাসচাপায় প্রাণ গেল চারজনের
লক্ষ্মীপুর সদর উপজেলায় বাসচাপায় চারজন নিহত হয়েছেন। এঁদের মধ্যে বাবা-ছেলে রয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো দুজন।
আজ শনিবার বেলা ১১টায় ঢাকা-রায়পুর আঞ্চলিক সড়কের উপজেলার মান্দারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মালেক।
নিহতরা হলেন উপজেলার আবিরখিল গ্রামের মো. ইউছুফ, তাঁর ছেলে ইকবাল সাকিব, পূর্ব জামিরতলী গ্রামের মিজানুর রহমান ও সিএনজিচালিত অটোরিকশার চালক মমিন উল্লাহ।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি আরো জানান, হতাহতরা সিএনজিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন। মান্দারী বাজার এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা রায়পুরগামী জোনাকী পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পথে আরো দুজন মারা যান।
গুরুতর আহত অবস্থায় আরো দুজনকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।