মানুষ হত্যাকারীদের বর্জন করা উচিত : শিল্পমন্ত্রী
আন্দোলনের নামে যারা সহিংসতা ও মানুষ হত্যা করছে তাদের বর্জন করা উচিত বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। আজ শনিবার দুপুরে দেশের চলমান সহিংসতা রোধে ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মন্ত্রী এ কথা বলেন।
বিএনপি নেতাদের উদ্দেশে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের এই সদস্য বলেন, বর্তমানে তাঁরা দেশকে যেভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছেন, তাতে তাঁদের পরিবারের সদস্যরা যে ভালো থাকবেন, তারও কোনো নিশ্চয়তা নেই।
‘ধংসাত্মক আন্দোলন পরিহার করে বিএনপিকে সুপথে ফিরে’ আসার আহ্বান জানান আমু। তিনি বলেন, ‘দলের নামে সহিংসতা আমরা সমর্থন করি না। আমরা রাজনৈতিক দল, রাজনীতিকেই সমর্থন করি। বিএনপি-জামায়াত জোট যেভাবে দেশে আন্দোলনের নামে মানুষ হত্যা করছে, তাতে আমাদের উচিত দেশের স্বার্থে তাদের বয়কট করা। আর তা না হলে ওই দলের নেতাদের উচিত বিএনপিকে পরিহার করা।’
ঝালকাঠি চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সালাহউদ্দিন আহম্মেদ সালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আরো বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন, পুলিশ সুপার মো. মজিদ আলী।