গোপালগঞ্জে যুবদল, ছাত্রদলের সভাপতিসহ গ্রেপ্তার ৪
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/22/photo-1437560051.jpg)
গোপালগঞ্জে গ্রেপ্তার হওয়া জেলা যুবদল ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতিসহ চার নেতাকে আজ বুধবার দুপুরে আদালতে নিয়ে যায় পুলিশ। ছবি : এনটিভি
গোপালগঞ্জ জেলা যুবদল ও সদর উপজেলা ছাত্রদলের সভাপতিসহ চার নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার দুপুরে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য সাতদিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন মোল্লা জানান, নাশকতা ঘটাতে পারে এমন আশঙ্কায় গতকাল মঙ্গলবার রাতে জেলা শহরের মান্দারতলা এলাকায় অভিযান চালায় সদর থানার একদল পুলিশ। সেখানে সরকারবিরোধী মিটিং করার সময় জেলা যুবদলের সভাপতি তৌফিকুল ইসলাম তৌফিক, সদর উপজেলার ছাত্রদলের সভাপতি মিকাইল হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি শামছুল আলম সবুজ ও জেলা যুবদলের সদস্য সবুজ সিকদারকে গ্রেপ্তার করা হয়। আজ বুধবার দুপুরে সাতদিনের রিমান্ড চেয়ে তাঁদের আদালতে পাঠিয়েছে পুলিশ।