বাবার অভিযোগে মাদকাসক্ত ছেলেকে সাজা

Looks like you've blocked notifications!

মাদকাসক্ত ছেলে হাবিবুর রহমানকে ভ্রাম্যমাণ আদালতের হাতে তুলে দিলেন বাবা আবদুল মান্নান। আদালত হাবিবুরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

আজ বুধবার নীলফামারীর ডোমার উপজেলায় এ ঘটনা ঘটে।  ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সফিউর রহমান এই আদেশ দেন।

হাবিবুর ডোমার উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের হলদিয়াবন গ্রামের বাসিন্দা।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, হাবিবুর নেশার টাকার জন্য প্রতিদিনই বাড়ির আসবাবসহ মূল্যবান জিনিসপত্র বিক্রি করতেন। তাঁর অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবা আবদুল মান্নান ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন।

এ অভিযোগের সূত্র ধরে ইউএনও সফিউর রহমান ডোমার থানাকে ব্যবস্থা নিতে বলেন।

এরপর ডোমার থানার উপপরিদর্শক (এসআই) সহিদার রহমান অভিযোগের পরিপ্রেক্ষিতে হাবিবুরকে গাঁজাসহ আটক করে ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেন। পরে ভ্রাম্যমাণ আদালত হাবিবুরকে ছয় মাসের সাজা দিয়ে জেলা কারাগারে পাঠান।