মাগুরায় আ.লীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫

Looks like you've blocked notifications!

আধিপত্য বিস্তার নিয়ে মাগুরা সদর উপজেলার ডহর সিংড়া গ্রামে স্থানীয় আওয়ামী লীগের দুই পক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছেন। আজ শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে সংঘর্ষের সময় কয়েকটি বাড়িঘর ভাঙচুরের ঘটনা ঘটে।

আহতদের মধ্যে নয়জনকে গুরুতর অবস্থায় মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হলেন আতিয়ার মোল্লা (৬০), তরিকুল ইসলাম (২৫), গোলাম রব্বানী (৩৫), জহুর মোল্লা (৫০), আজাদ হোসেন (৪০), জয়নাল মোল্লা (৫০), রাজীব হোসেন (২৫), এনামুল হক (৬৫) ও জয়নাল হোসেন (২৫)।       

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাদুজ্জামান মুন্সি জানান, দীর্ঘদিনের আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলা আওয়ামী লীগের সদস্য এনামুল হক রাজা ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নাসির হোসেনের সমর্থকদের সঙ্গে বেরইলপলিতা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মহব্বত হোসেন ও স্থানীয় আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলামের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। দেশীয় অস্ত্র নিয়ে ঘণ্টাব্যাপী এ সংঘর্ষের সময় ১০/১২টি বাড়িঘর ভাঙচুর করে উভয় পক্ষই। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

এনামুল হক এনটিভি অনলাইনের কাছে অভিযোগ করেন, ‘ইউপি চেয়ারম্যান মহব্বত হোসেনের নেতৃত্বে শফিকুলের সমর্থকরা আমাদের ওপর হামলা চালায়। আমরা প্রতিরোধ করি। আমাদের সমর্থকদের মধ্যে নয়জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।’

অভিযোগ অস্বীকার করে শফিকুল পাল্টা অভিযোগ করেন, ‘তাঁরা আমাদের বাড়িঘরে হামলা করেছে। আমরা এখন বাড়িছাড়া। এনামুল হক পুলিশ দিয়ে আমাদের হয়রানি করছেন।’