মুজিবনগরে স্থলবন্দর স্থাপনের দাবি

Looks like you've blocked notifications!
মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের পাশে স্থলবন্দর ও আন্তর্জাতিক মানের চেকপোস্ট স্থাপনের দাবিতে আজ শুক্রবার মুজিবনগর কমপ্লেক্স গণপূর্ত রেস্টহাউসে সংবাদ সম্মেলন করা হয়। ছবি : এনটিভি

ব্রিটিশ আমলে কলকাতাসহ বাংলাদেশের বিভিন্ন প্রান্তের ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ব্যবসাপ্রতিষ্ঠান মেহেরপুরের ঐতিহাসিক মুজিবনগর আম্রকাননের পাশে স্থলবন্দর ও আন্তর্জাতিক মানের চেকপোস্ট স্থাপনের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।

আজ শুক্রবার দুপুরে মুজিবনগর কমপ্লেক্স গণপূর্ত রেস্টহাউসে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন দাবি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আয়ুব হোসেন।

১৯৭১ সালের ১৭ এপ্রিল বাংলাদেশের প্রথম সরকারের শপথভূমি মুজিবনগরের ঐতিহাসিক গুরুত্ব ও পিছিয়ে পড়া এ অঞ্চলের জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে দ্রুততম সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের অনুরোধ করা হয়।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সাংবাদিকরা।