বেড়ায় পুলিশের হস্তক্ষেপে স্কুলছাত্রীর বিয়ে বন্ধ

Looks like you've blocked notifications!

পাবনার বেড়া পৌর এলাকায় আজ শুক্রবার নবম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল। বেড়া ও সাঁথিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারের (এএসপি) হস্তক্ষেপে বন্ধ হয়ে গেছে ওই বিয়ে।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেড়া পৌর এলাকার ওই ছাত্রীর সঙ্গে মো. সাকিলের (২৮) বিয়ে ঠিক হয়। সাকিল পেশায় একজন ব্যবসায়ী। আজ শুক্রবার বিয়েটি সম্পন্ন হওয়ার কথা ছিল। কিন্তু এই বাল্যবিবাহের খবরটি লোকমুখে জানতে পেরে বেড়া সার্কেলের এএসপি জাকির হোসেন আজ শুক্রবার দুপুর ১২টার দিকে পুলিশ নিয়ে প্রথমে কনের বাড়িতে যান। সেখানে গিয়ে তাঁরা বাড়ির লোকজনকে বাল্যবিবাহের কুফল ও আইনগত বাধা সম্পর্কে বোঝান। এরপর তারা বরের বাড়িতে গিয়ে বোঝান।

এএসপি মিজানুর রহমান বলেন, ‘উভয় পক্ষকেই বাল্যবিবাহের কুফল ও শাস্তি সম্পর্কে বলেছি মেয়ে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না।’