ভোটার তালিকা হালনাগাদ শুরু

চতুর্থবারের মতো সারা দেশে ভোটার তালিকা হালনাগাদে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপে বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে ৯ আগস্ট রোববার পর্যন্ত। এ ছাড়া দ্বিতীয় ধাপে ১৬ আগস্ট থেকে ৩০ আগস্ট এবং তৃতীয় ধাপে ৭ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত বাড়িতে বাড়িতে গিয়ে তথ্য সংগ্রহের কাজ চলবে।
urgentPhoto
আজ শনিবার দুপুরে নরসিংদীর শিল্পকলা একাডেমি মিলনায়তনে হালনাগাদ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিবউদ্দীন আহমদ।
উদ্বোধন শেষে সিইসির উপস্থিতিতে নরসিংদী পৌরসভার একটি বাসায় তিনজনের তথ্য সংগ্রহের মাধ্যমে এ কার্যক্রমের সূচনা করা হয়। নতুন তিনজন তথ্যদানকারী হলো মেহেদী মোবারক (১৬), ফাতেমা শারমিন (১৭) ও ফারজানা আহমেদ (১৬)।
উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে সিইসি বলেন, ভোটার তালিকা হালনাগাদ একটি বিশাল কর্মযজ্ঞ। ভোটারদের তথ্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক হতে হবে যেন কোনো রকম ভুল তথ্য অনুপ্রবেশ না করে। এ ছাড়া যাঁরা একবার ভোটার হয়েছেন, পুনরায় ভোটার তালিকায় তাঁদের অন্তর্ভুক্তির সুযোগ নেই। মৃত ব্যক্তিদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। এই কাজে জনপ্রতিনিধিদের সহায়তা অত্যন্ত প্রয়োজন।
স্মার্ট কার্ডের বিষয়ে কাজী রকিবউদ্দীন আহমদ বলেন, ‘আমরা ভোটার তালিকাকে গুণগত মানের দিক থেকে উন্নততর পর্যায়ে নিতে চাই। স্মার্ট কার্ডের মাধ্যমে নাগরিকদের রাষ্ট্রের কাছ থেকে সুযোগ-সুবিধা পাওয়া সহজ হবে।’
নারীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্তির বিষয়ে সিইসি বলেন, সব কমিটিকে বিশেষভাবে বলা হয়েছে। বিভিন্ন প্রচারণার মাধ্যমে নারীদের উদ্বুদ্ধ করা হচ্ছে যেন কেউ বাদ না পড়েন।
নির্বাচন কমিশনের সচিব মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম, নির্বাচন কমিশনার মো. আবদুল মোবারক ও মো. শাহ নেওয়াজ, অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহউদ্দীন, ঢাকা বিভাগীয় কমিশনার জিল্লার রহমান, নরসিংদীর জেলা প্রশাসক আবু হেনা মোর্শেদ জামান, পুলিশ সুপার আমেনা বেগম প্রমুখ।
২০০৮ সালে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম শুরু হয়। এরপর বর্তমান কমিশনের অধীনে ২০১৩ ও ২০১৪ সালে দুবার ভোটার তালিকা হালনাগাদ করা হয়। সর্বশেষ ভোটার তালিকা হালনাগাদ ২০১৪ অনুযায়ী দেশে বর্তমানে নয় কোটি ৬২ লাখের ওপরে ভোটার রয়েছে।
এবারের ভোটার তালিকা হালনাগাদে ২০১৮ সালের ১ জানুয়ারির মধ্যে যারা ভোটারযোগ্য হবে, তাদের তথ্য সংগ্রহ করা হচ্ছে। অর্থাৎ যাদের জন্ম ২০০০ সালের ১ জানুয়ারি বা তার আগে তাদেরও আগাম তথ্য নিয়ে জাতীয় পরিচয়পত্র দেওয়া হবে। ১৮ বছর পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে ভোটার তালিকায় তাদের নাম উঠে যাবে এবং তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। ১৮ বছর পূর্ণ না হলে তারা ভোট দিতে পারবে না। শুধু জাতীয় পরিচয়পত্র পাবে। এ ছাড়া অনলাইনে কেউ ভোটার হতে চাইলেও হতে পারবেন।
আপনার এলাকায় কবে থেকে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ করা হবে জানতে এই লিংকে প্রবেশ করুন