তরিকুলের অবস্থার অবনতি, হৃদপিণ্ড-কিডনিতে জটিলতা
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াম হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।
আজ রোববার বিএনপি নেতার পরিবার ও চিকিৎসকরা জানান, তরিকুলের হৃদপিণ্ডে তিনটি ব্লকে স্থাপিত রিংগুলোর স্থানে প্রচণ্ড ব্যথা হচ্ছে। এ ছাড়া কিডনি জটিলতাও দেখা দিয়েছে। দুইদিন ধরে তিনি কোনো খাবার বা পানি খেতে পারছেন না বলেও জানান তরিকুল ইসলামের পরিবার।
এদিকে, কিডনি জটিলতার কারণে বিএনপি নেতার শরীরে এনজিওগ্রাম করা যাচ্ছে না বলে জানান চিকিৎসকরা।
সাবেক এই তথ্যমন্ত্রীর চিকিৎসার জন্য ১২ সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। গত ১১ জুলাই রাজধানীর ইব্রাহীম কার্ডিয়াক হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।