বান্দরবানের সীমান্তে মাইন বিস্ফোরণ, এক রোহিঙ্গা নিহত
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার চাকঢালা সীমান্তের জিরো লাইনে আবার মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যায় সীমান্তের ৪৩ নম্বর সীমানা পিলারের কাছে মাইন বিস্ফোরণে নূরে আলম (২৫) নামে মিয়ানমারের এক রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে।
নিহত নূরে আলম নাইক্ষ্যংছড়ির চাকঢালা বড়ছনখোলা আশ্রয়কেন্দ্রের তালিকাভুক্ত রোহিঙ্গা। তিনি মিয়ানমারের বলিবাজারের বাসিন্দা মোহাচ্ছের আলীর ছেলে।
এ বিষয়ে নাইক্ষ্যংছড়ির উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সরওয়ার কামাল জানান, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চাকঢালা সীমান্তের জিরো লাইনে গরু আনতে গিয়েছিলেন বড়ছনখোলা আশ্রয়কেন্দ্রে আশ্রিত এক রোহিঙ্গা। সীমান্তের ৪৩ নম্বর পিলারের কাছে যাওয়ার পর মিয়ানমারের সেনাদের রাখা মাইন বিকট শব্দে বিস্ফোরিত হয়ে তাঁর মৃত্যু হয়। নিহতের মরদেহ জিরো পয়েন্টের কাছে ঘটনাস্থলেই রয়েছে বলেও জানিয়েছেন ইউএনও।
নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী জানান, গত ১২ সেপ্টেম্বর সীমান্তের একই স্থানে মাইন বিস্ফোরণে হাসিম উল্লাহ (৪৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছিল। এ ছাড়া বাংলাদেশের সঙ্গে মিয়ানমার সীমান্তের তিনটি পয়েন্টে এ পর্যন্ত মাইন বিস্ফোরণে নয়জনের মৃত্যু হয়েছে।