জামিন হলো না বগুড়ার মতিন সরকারের
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2017/09/27/photo-1506510552.jpg)
বগুড়া শহর যুবলীগের আলোচিত বহিষ্কৃত যুগ্ম সাধারণ সম্পাদক মতিন সরকারকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার মতিন সরকারের করা জামিন আবেদন নামঞ্জুর করে তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বগুড়ার মুখ্য বিচারিক হাকিম এমদাদ হক।
উজ্জ্বল হত্যা মামলায় আত্মসমর্পণ করতে আজ দুপুর সাড়ে ১২টায় মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির হন মতিন সরকার। এ সময় আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন তিনি। তবে শুনানি শেষে বিচারক এমদাদ হক জামিন আবেদন নামঞ্জুর করেন এবং মতিন সরকারকে জেলহাজতে পাঠান।
২০০১ সালের ২৮ অক্টোবর উজ্জ্বল হত্যায় তাঁকে প্রধান আসামি করে মামলা দায়ের করে উজ্জ্বলের পরিবার।
মতিন সরকার র্যাবের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁর বিরুদ্ধে চারটি হত্যাসহ নয়টি মামলা বিচারাধীন। একটি অস্ত্র মামলায় তাঁর ২৭ বছরের সাজা হয়েছিল। উচ্চ আদালতের নির্দেশে তা স্থগিত আছে। এ পর্যন্ত আবদুল মতিনকে পুলিশ চারবার, র্যাব দুবার এবং যৌথ বাহিনী একবার গ্রেপ্তার করেছে।
মতিন সরকার বগুড়ায় ছাত্রীকে ধর্ষণের পর মা-মেয়ের মাথা ন্যাড়া করে নির্যাতনের ঘটনায় মামলার প্রধান আসামি শহর শ্রমিক লীগের বহিষ্কৃত হওয়া আহ্বায়ক তুফান সরকারের বড় ভাই। তিনি একই সঙ্গে বগুড়া জেলা ট্রাকমালিক সমিতির সাধারণ সম্পাদক। তাঁর আশ্রয়েই তুফান সরকার বগুড়া শহরে বেপরোয়া হয়ে ওঠেন বলে অভিযোগ রয়েছে। আর এ ঘটনার জের ধরেই তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়।