লঘুচাপে অচল মংলা বন্দর
![](https://publisher.ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/07/26/photo-1437919096.jpg)
উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় লঘুচাপের কারণে প্রায় অচল হয়ে পড়েছে মংলা বন্দর। গতকাল শনিবার থেকে দিনভর একটানা বৃষ্টির কারণে বন্দরে অবস্থানরত সব দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের পণ্য বোঝাই, খালাস ও পরিবহন সম্পূর্ণ বন্ধ রয়েছে।
লঘুচাপের প্রভাবে আজ রোববার ভোর থেকে মংলাসহ আশপাশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাচ্ছে। এতে মংলা বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) মো. মোকতাদের এনটিভি অনলাইনকে জানান, বৃষ্টি হলে জাহাজের হ্যাচ (ডাকনা) খোলা হয় না, হ্যাচ খুললে বৃষ্টির পানিতে মালামাল নষ্ট হয়ে যায়। যার কারণে বৃষ্টির সময় জাহাজের পণ্য বোঝাই-খালাস কাজ সাধারণত বন্ধ থাকে। আর টানা বৃষ্টির কারণে জেটি ও চ্যানেলে অপেক্ষমাণ কনটেইনার, গম, সার, ক্লিংকার ও যন্ত্রাংশ বহনকারী জাহাজের সব কাজ গত দুই দিন ধরে কার্যত বন্ধ আছে।
এদিকে বন বিভাগ জানিয়েছে, লঘুচাপের কারণে সাগর উত্তাল থাকায় বঙ্গোপসাগর ও সুন্দরবনের বিভিন্ন নদীতে মাছ ধরতে যাওয়া জেলেরা নিরাপদে আশ্রয় নিয়েছেন।