লক্ষ্মীপুরে মেঘনায় নৌকাডুবি : জেলের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় মেঘনা নদীতে ঝড়ে নৌকাডুবির ঘটনায় মো. বাবলু (২৫) নামের এক জেলের লাশ উদ্ধার করা হয়েছে। একই ঘটনায় ছিদ্দিক উল্লাহ (২৪) নামের এক জেলে নিখোঁজ রয়েছেন।
আজ শুক্রবার দুপুরে রামগতির মেঘনা নদী থেকে স্থানীয়রা নিহত জেলের লাশ উদ্ধার করেন।
নিহত বাবলু রামগতি উপজেলা চরআফজাল গ্রামের ধনু মিয়ার ছেলে। আর নিখোঁজ ছিদ্দিক চরদরবেশ গ্রামের আবদুল ওয়াহাবের ছেলে।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে নদীতে ঝড়ের কবলে পড়ে বেশ কয়েকটি জেলে নৌকা।
রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন বলেন, রাতে মাছ ধরার সময় নদীর বয়ারচর এলাকায় হঠাৎ ঝড়ের কবলে পড়ে ১০ থেকে ১২টি জেলে নৌকা ডুবে যায়। এ সময় দুই জেলে নিখোঁজ হন। একজনের লাশ নদী থেকে উদ্ধার করা হয়েছে। অপরজনের সন্ধানের চেষ্টা চলছে।