মানিকগঞ্জে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে আহত ৬

Looks like you've blocked notifications!
মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় আজ সোমবার দুপুরে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় পুলিশের পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা। ছবি : এনটিভি

মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয় নেতা-কর্মী আহত হয়েছেন। আজ সোমবার দুপুরে মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

urgentPhoto আহত ব্যক্তিরা হলেন জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদা আকতার অনু, সাংগঠনিক সম্পাদক মো. ইয়াসিন, সফিকুল ইসলাম বাবু, ছাত্রবিষয়ক সম্পাদক লামিয়া সুলতানা, পাঠাগারবিষয়ক সম্পাদক ছবির হোসেন ও ছাত্রলীগকর্মী মনিরুল ইসলাম। তাঁরা মানিকগঞ্জ জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

সংগঠনটির নেতা-কর্মীরা জানায়, দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের নবগঠিত কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করতে জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনামুল হক রুবেলের নেতৃত্বে নেতা-কর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হন। এ সময় পৌর ছাত্রলীগের সভাপতি তাপস সাহার নেতৃত্বে নেতা-কর্মীরা বাসস্ট্যান্ডে এলে উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের নেতা-কর্মীরা আহত হন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় এখনো কেউ লিখিত অভিযোগ দেয়নি।