চারঘাটে এনজিওকর্মীর কাছ থেকে টাকা ছিনতাই

Looks like you've blocked notifications!

রাজশাহীর চারঘাটে আজ সোমবার দিন-দুপুরে ছিনতাইকারীর কবলে পড়ে ৬০ হাজার টাকা খুঁইয়েছেন এক এনজিওকর্মী। ওই কর্মী আশা এনজিওর নন্দনগাছী শাখায় কর্মরত। আজ দুপুর আড়াইটার দিকে চারঘাট পল্লী বিদ্যুৎ-নন্দনগাছী সড়কে ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। 

আশার নন্দনগাছী শাখার ব্যবস্থাপক ফারুক হোসেন জানান, সকালে এনজিওকর্মী পার্বতী রাণী উপজেলার খোর্দ্দগোবিন্দপুর গ্রামে সংস্থার ঋণের কিস্তির টাকা আদায় করতে যান। সেখানে কিস্তির প্রায় ৬০ হাজার টাকা আদায় শেষে দুপুর আড়াইটার দিকে ভ্যানে করে নন্দনগাছী শাখা কার্যালয়ে ফিরছিলেন। পথে চারঘাট পল্লী বিদ্যুৎ-নন্দনগাছী সড়কে দুই ছিনতাইকারী ভ্যানের গতিরোধ করে তাঁর কাছে থাকা টাকার ব্যাগটি ছিনতাই করে পালিয়ে যায়। 

ওই কর্মীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসে। তবে তার আগেই ছিনতাইকারীরা পালিয়ে যায়। কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার পর এ ব্যাপারে থানায় মামলা করা হবে বলে জানান ফারুক হোসেন।

চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, ঘটনাটি তিনি শুনেছেন। কিন্তু এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।