জয়পুরহাটে মালবাহী ট্রেন লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

Looks like you've blocked notifications!
জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন থেকে ছেড়ে আসা মালবাহী এই ট্রেনটির চারটি চাকা আজ বুধবার সকালে লাইনচ্যুত হয়। ছবি : এনটিভি

জয়পুরহাটের পাঁচবিবি রেলস্টেশন থেকে ছেড়ে আসা একটি মালবাহী ট্রেনের চারটি চাকা লাইনচ্যুত হয়েছে। এর ফলে আজ বুধবার সকাল থেকে জয়পুরহাটের সঙ্গে পার্বতীপুর, খুলনা, চিলহাটি, রাজশাহীসহ বিভিন্ন স্থানের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

পাঁচবিবি রেলস্টেশনের স্টেশন মাস্টার এস কে সরকার জানান, আজ সকাল ৮টা ৫০ মিনিটের দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন পাঁচবিবি স্টেশন অতিক্রম করে জয়পুরহাটের দিকে যাওয়ার সময় আউটার সিগন্যালের কাছে ট্রেনটির পেছনের একটি বগির চারটি চাকা লাইনচ্যুত হয়। ফলে সাময়িকভাবে এ লাইনে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

পার্বতীপুর রেলজংশন থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। রিলিফ ট্রেনটি পাঁচবিবিতে পৌঁছে মালবাহী ট্রেনের চাকা লাইনে ওঠানোর পর এই লাইনে আবারও রেল যোগাযোগ চালু হবে।

এদিকে ট্রেন চলাচল বন্ধ থাকায় সংশ্লিষ্ট বিভিন্ন স্থানে আটকা পড়েছেন শত শত যাত্রী।