পাবনায় পানিতে ডুবে কনস্টেবলের মৃত্যু

Looks like you've blocked notifications!

পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে পাবনার ফরিদপুর থানার পুলিশ কনস্টেবল ইয়াসিন আলীর (৪৮) মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে। 

মৃত ইয়াসিন আলী সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার জগতলা গ্রামের আফজাল হোসেনের ছেলে। তিনি দুই ছেলে সন্তানের জনক।

ফরিদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার বিকেলে ফুটবল খেলেন ইয়াসিন আলী (কনস্টেবল নং ২১৯)। অতিরিক্ত গরমে অস্থির হওয়ায় প্রশান্তির জন্য থানার পুকুরের পানিতে গোসল করতে নামেন তিনি। সেখানেই সবার অগোচরে পানিতে ডুবে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে অন্য পুলিশ সদস্যরা তাঁকে পানি থেকে উদ্ধার করে ফরিদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ইয়াসিনকে মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক ধারণা, পানিতে নামার পর স্ট্রোক করে ইয়াসিন আলী মারা যান।

ওসি সাইফুল আরো জানান, কনস্টেবল ইয়াসিন আলী তিন মাস আগে ফরিদপুর থানায় যোগ দেন। এর আগে তিনি জেলার চাটমোহর, আটঘরিয়া, সদর থানা ও পাবনা ডিবিতে দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ তিনি পাবনা পুলিশ লাইনে ছিলেন।