বগুড়ায় ১০টি পেট্রলবোমাসহ শিবিরকর্মী আটক

বগুড়ার শেরপুর উপজেলায় ১০টি পেট্রলবোমাসহ ইসলামী ছাত্রশিবিরের এক কর্মীকে আটক করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার সাবানদীঘি ইউনিয়ন থেকে তাঁকে আটক করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাসমীর জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সাবানদীঘি ইউনিয়নের অভিযান চালানো হয়। এ সময় ১০টি পেট্রলবোমাসহ বেলাল হোসেন নামের এক শিবিরকর্মীকে আটক করা হয়।