ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুত সরকার
ঘূর্ণিঝড় পরবর্তী পরিস্থিতি মোকাবিলায় সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে আন্তমন্ত্রণালয় বৈঠকে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ‘যেকোনো দুর্যোগ মোকাবিলা করার মতো আমাদের প্রস্তুতি রয়েছে। ওপরে আল্লাহ, নিচে আমরা- সবাই সম্মিলিতভাবে সেটার মোকাবিলা করব। যদি খোদা না করুক এ ধরনের কোনো একটা বড় ধরনের ধস নামে তাহলে তাদের খাওয়া, তিনদিন বা চারদিন লাগে, এই পরিমাণ শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ এবং যদি আরো চাল-ডাল এ গুলি দেওয়ার জন্য আমরা ব্যবস্থা করেছি। আমার মনে হয় না, খাওয়ার টাকার কোনো অভাব হবে।’
বৈঠক থেকে জানানো হয়, কক্সবাজার, টেকনাফ ও চট্টগ্রাম এলাকার ২৮৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় তিন লাখ মানুষ অবস্থান করছে। এ ছাড়া জেলেসহ সাধারণ মানুষকে নিরাপদ এলাকায় সরিয়ে নেওয়া হয়েছে।
প্রতিটি জেলায় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ ও মেডিকেল টিম প্রস্তুত আছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। সেইসঙ্গে স্বেচ্ছাসেবক, স্কাউট ও সেনাবাহিনীর সদস্যরাও প্রয়োজন অনুযায়ী কাজের জন্য প্রস্তুত রয়েছেন।
দুর্যোগ মোকাবিলার জন্য সম্প্রতি ১১ লাখ টন চাল ও ছয় কোটি টাকা মন্ত্রণালয় থেকে ছাড় করা হয়েছে বলেও বৈঠকে জানানো হয়।