বৃষ্টির জন্য পঞ্চগড়ে নামাজ

Looks like you've blocked notifications!
পঞ্চগড় পৌর ঈদগাহ মাঠে আজ শুক্রবার সকালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় নামাজ শেষে মুসল্লিদের মোনাজাত। ছবি : এনটিভি

বৃষ্টির অভাবে পঞ্চগড় জেলার মাঠ-ঘাট, ফসলের ক্ষেত ফেঁটে চৌচির হয়ে যাচ্ছে। তীব্র দাবদাহে নষ্ট হওয়ার উপক্রম হয়েছে ধানসহ নানা ফসল। তীব্র গরমে মানুষের জীবনযাত্রাতেও নাভিশ্বাস দেখা দিয়েছে। ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম।

ঈদুল ফিতরের আগে-পরে দেশের বিভিন্ন স্থানে মুষলধারে বৃষ্টি হলেও পঞ্চগড়ে বৃষ্টি হয়নি। তীব্র দাবদাহ সহ্য করতে না পেরে আল্লাহর রহমত কামনায় নামাজ আদায় করেছেন জেলার মানুষ।

পঞ্চগড় পৌর ঈদগাহ মাঠে আজ শুক্রবার সকালে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনায় দুই রাকাত ইস্তিগফারের নামাজ আদায় করেন শত শত মানুষ। পঞ্চগড় পৌরসভা কর্তৃপক্ষ এই বিশেষ নামাজের আয়োজন করে।

পঞ্চগড় কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা আ ন ম আবদুল করিম নামাজের ইমামতি করেন। নামাজে পৌর মেয়র তৌহিদুল ইসলামসহ বিভিন্ন স্তরের মানুষ শরিক হন। 

নামাজ শেষে আল্লাহর রহমত কামনায় দুই হাত তুলে বিশেষ মোনাজাত করেন মাওলানা আ ন ম আবদুল করিম। এ সময় তাঁর সঙ্গে শত শত মুসল্লিও আকাশের দিকে তাকিয়ে দুই হাত উল্টো করে বৃষ্টির জন্য আল্লাহর রহমত কামনা করেন। অনেকেই এ সময় কান্নায়ও ভেঙে পড়েন।