দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ

Looks like you've blocked notifications!
বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বন্ধ আছে লঞ্চ চলাচল। ছবি : এনটিভি

বৈরী আবহাওয়ার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া থেকে মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। ফেরিও চলছে সীমিত আকারে। এতে দৌলতদিয়া ঘাটে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। 
পারাপারের অপেক্ষায় দীর্ঘক্ষণ আটকা পড়ে চরম দুর্ভোগ পোহাচ্ছেন এ পথের চলাচলকারী যাত্রীরা। 

আজ শুক্রবার বিকেলে দৌলতদিয়া ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় যানবাহনের সারি দেখা গেছে। তারা নদী পারাপারের অপেক্ষায় ছিল।
 
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, বাতাসের তীব্রতার কারণে বড় রো রো ফেরিগুলো স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। বর্তমানে ১৭টি ফেরির মধ্যে চলছে মাত্র সাতটি। অবস্থার উন্নতির সঙ্গে সঙ্গে সব ফেরি দিয়ে পারাপার শুরু হলে যানবাহনের সারি স্বাভাবিক হয়ে আসবে।

এদিকে, বৈরী আবহাওয়ার কারণে যাত্রীরা স্বাভাবিকভাবে লঞ্চে করে নদী পাড়ি দিতে না পারায় পরিবার-পরিজন নিয়ে চরম দুর্ভোগে পড়েছেন।

দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক মিলন খান জানান, আবহাওয়া বৈরী থাকায় লঞ্চ চলাচল বন্ধ আছে। আবহাওয়া ঠিক হলে আবার লঞ্চ চলাচল শুরু হবে।