মেহেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত

Looks like you've blocked notifications!

কাজের মাঝে করবে শিশু মায়ের দুধ পান, সবাই মিলে সবখানে করি সমাধান’—প্রতিপাদ্য সামনে রেখে মেহেরপুরে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালিত হয়েছে।

এ উপলক্ষে আজ রোববার সকাল ৯টার দিকে মেহেরপুর জেনারেল হাসপাতাল চত্বর থেকে জেলা স্বাস্থ্য বিভাগ একটি শোভাযাত্রার আয়োজন করে। এতে নেতৃত্ব দেন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মিজানুর রহমান। শোভাযাত্রাটি হাসপাতাল সড়ক প্রদক্ষিণ শেষে সিভিল সার্জন কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। 

গাইনি বিশেষজ্ঞ ডা. বিপুল কুমার, ডা. তাপস কুমার সরকার, শিশু বিশেষজ্ঞ ডা. এহসানুল কবিরসহ হাসপাতালের কর্মকর্তা, নার্স ও কর্মচারীরা শোভাযাত্রায় অংশ নেন।