মিথ্যাচারই বিএনপির রাজনীতির মূল অংশ : হানিফ
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, মিথ্যাচারই বিএনপির রাজনীতির মূল অংশ। মিথ্যাচারের রাজনীতি ছাড়া বিএনপিতে কিছু নেই।’ তিনি দাবি করেন বিএনপির নিদের্শেই খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে হামলা হয়।
আজ বুধবার কুষ্টিয়ায় নিজবাড়িতে জেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মাহবুব-উল-আলম হানিফ।
হানিফ বলেন, ‘খালেদা জিয়ার গাড়িবহরের পেছনে সাংবাদিকদের ওপরে যে হামলা হয়েছে তা বিএনপির নির্দেশে পরিকল্পিতভাবে করেছে; একটি ইস্যু তৈরি করার জন্য।’ তিনি আরো বলেন, ‘এটা বিএনপি করেছে এটা তো প্রমাণিত। এ প্রমাণিত বিষয়টাকে মিথ্যাচার করে ঢাকার চেষ্টা করছেন মির্জা ফখরুল সাহেব। গতকাল খালেদা জিয়ার গাড়িবহর ফেনী শহর ছাড়ার পর বিএনপি পেট্রলবোমা দিয়ে দুটি বাস পুড়িয়ে দেয়। এটা বিএনপির চিরাচরিত অভ্যাস। তারা অন্যায় করে অন্যায় ঢাকার জন্য মিথ্যাচার করে।’
হানিফ বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে বলেছি এ ঘটনার সঙ্গে যারা জড়িত প্রত্যেককে খুঁজে বের করে আইনের আওতায় এনে সঠিক তথ্য উন্মোচন করে জাতিকে জানাতে হবে। কারা এই ঘটনা ঘটাল ,কেন ঘটানো হল, কারা এর পেছনে নেপথ্যে নির্দেশ দাতা, কারা নেপথ্যে ইস্যু বানানোর জন্য পরিকল্পনা করেছে প্রত্যেককে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানো হবে। আমরা সেটাই করব।’
হানিফ আরো বলেন, ‘কোনো রাজনৈতিক দলের কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। যদি বিএনপি সুষ্ঠু ও শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে তাহলে তাদের কর্মসূচিতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না।’
এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।