স্পেনের অখণ্ডতা রক্ষার পদক্ষেপে সমর্থন বাংলাদেশের

Looks like you've blocked notifications!

স্পেনের জাতীয় ঐক্য ও অখণ্ডতা রক্ষায় দেশটির সরকার গৃহীত সাংবিধানিক পদক্ষেপের প্রতি সমর্থন ব্যক্ত করেছে বাংলাদেশ।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশ বিশ্বাস করে স্পেনের সব নাগরিকের স্বার্থ ও অধিকার সুরক্ষার মাধ্যমেই দেশটির সামাজিক শৃঙ্খলা বিরাজ থাকবে।

বিবৃতিতে বলা হয়, ‘আন্তর্জাতিক আইনের মৌলনীতি দ্বারা পরিচালিত বাংলাদেশ কাতালোনিয়ার ঘটনাকে স্পেনের অভ্যন্তরীণ বিষয় হিসেবেই দেখছে।’

বিবৃতিতে বলা হয়, ‘বাংলাদেশ ও স্পেনের মধ্যে দ্বিপক্ষীয় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে, যা দ্বিপক্ষীয় স্বার্বভৌমত্ব ও অখণ্ডতা এবং পরস্পরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার অভিন্ন মূল্যবোধের ওপর ভিত্তি করে গড়ে উঠেছে।’

স্পেন সরকার কাতালোনিয়ার স্বায়ত্তশাসন বাতিল করে অঞ্চলটির ওপর সরাসরি শাসন কর্তৃত্ব প্রতিষ্ঠিত করার একদিন পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে এই বিবৃতি দেওয়া হলো।

কাতালোনিয়ার আঞ্চলিক পার্লামেন্ট স্বাধীনতা ঘোষণা করার এক ঘণ্টার কম সময়ের মধ্যে স্পেন সরকার অঞ্চলটির স্বায়ত্তশাসন বাতিল করে।