মনে রাখা উচিত, ৭৫ আর ২০১৭ সাল এক নয় : কাদের

Looks like you've blocked notifications!
আজ শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ছবি : এনটিভি

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন, ‘বঙ্গবন্ধু হত্যাকাণ্ড, জাতীয় চার নেতার হত্যাকাণ্ড, ২১ আগস্টের হত্যাকাণ্ড, আওয়ামী পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার সেই ষড়যন্ত্র… ইতিহাসের কলঙ্কিত দিন। আমরা খুনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হব, প্রতিরোধ গড়ে তুলব।’

দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র এখনো অব্যাহত আছে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী আরো বলেন, ‘ষড়যন্ত্র এখন থেমে গেছে, এটা আমরা মনে করি না। তবে তাদের মনে রাখা উচিত, ৭৫ সাল, ২০০৪ সাল আর ২০১৭ সাল এক নয়।’

আজ শুক্রবার সকালে জেলহত্যা দিবস উপলক্ষে রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব কথা বলেন। এ সময় আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলাদাভাবে শ্রদ্ধা নিবেদন করা হয়।

১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর ৩ নভেম্বর তাঁর ঘনিষ্ঠ চার সহকর্মী সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, এম মনসুর আলী ও এ এইচ এম কামারুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।