আগামী বছরের ডিসেম্বরে নির্বাচন হবে : স্বাস্থ্যমন্ত্রী

Looks like you've blocked notifications!
স্মরণসভায় বক্তৃতা করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। ছবি : এনটিভি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘আগামী বছরের ডিসেম্বরে সংবিধান অনুযায়ী দেশে নির্বাচন হবে। সে নির্বাচনে বিজয়ী হয়ে আওয়ামী লীগ হ্যাটট্রিক করবে।’

আজ রোববার আওয়ামী লীগ নেতা আখতারুজ্জামান বাবুর স্মরণসভায় এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে ওই স্মরণসভার আয়োজন করে চট্টগ্রাম উত্তর, দক্ষিণ ও মহানগর আওয়ামী লীগ।

আগামী বছরের ডিসেম্বরে দেশে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘ডিসেম্বর মাস বিজয়ের মাস। আগামী নির্বাচনে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাটট্রিক করবেন।’

আগামী নির্বাচন আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম বলেন, ‘এ নির্বাচনে বিজয়ী হতে না পারলে দেশে অন্ধকার নেমে আসবে। ক্ষমতায় আসবে স্বাধীনতার বিরোধীরা। বন্ধ হয়ে যাবে দেশের উন্নয়ন। তাই বিজয় ছাড়া বিকল্প কিছুই ভাবছে না আওয়ামী লীগ। আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে।’ অন্য কোনোভাবে দেশে নির্বাচন হবে না বলে জোর দিয়ে বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী নাসিম বলেন, ‘সিঙ্গাপুর-মালয়েশিয়ার মতো একটি দল দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারলে দেশে উন্নয়ন সম্ভব।’ এখনো অনেক কাজ বাকি আছে বলে জানান তিনি। বিএনপিকে চ্যালেঞ্জ দিয়ে নাসিম বলেন, ‘সাহস থাকলে নির্বাচনী মাঠে আসেন। খেলা হবে, ফাইনাল খেলা।’

আওয়ামী লীগের নেতাকর্মীরা আন্দোলনে ভয় পায় না উল্লেখ করে নাসিম বলেন, ‘আন্দোলনের মাঠ ছেড়ে যাইনি। আন্দোলনের মাঠে মাইর খেয়েছি। মাঠ ছেড়ে পালিয়ে যাইনি। জিয়ার শাসনামলে, এরশাদ ও খালেদা জিয়ার সময় আন্দোলন করে মাঠ ছেড়ে যাইনি।’

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আগামী নির্বাচন শেখ হাসিনার অধীনে হবে। অন্য কোনোভাবে নির্বাচন হবে না। প্রশ্নই ওঠে না।’ তত্ত্বাবধায়ক ও সহায়ক সরকারের দাবি নিয়ে বিএনপিকে ঘরের মধ্যে বসে থাকার পরামর্শ দেন।

সিটি করপোরেশনের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি নুরুল আলম চৌধুরী বক্তব্য রাখেন।