‘প্রবাসীদের বিনিয়োগে সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা হবে’

Looks like you've blocked notifications!
সেমিনারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। ছবি : এনটিভি

বিশ্বের বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত প্রবাসী বাংলাদেশিরা যাতে দেশে বিনিয়োগ করতে পারেন, সে জন্য সরকার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী নুরুল ইসলাম বিএসসি।

আজ রোববার সকালে প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ে আয়োজিত ‘ডায়াসপোরা, মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট—কারেন্ট ক্রিটিক্যাল ইস্যু’ শীর্ষক সেমিনারে এ কথা জানান মন্ত্রী।

নুরুল ইসলাম বলেন, পৃথিবীর অনেক উন্নত দেশে প্রতিষ্ঠিত বাঙালিরা দেশে বিনিয়োগ না করে সেই দেশেই বিনিয়োগ করছেন। তাই দেশে তাঁদের বিনিয়োগ আগ্রহ বাড়াতে নানা উদ্যোগ নিয়েছে সরকার।

একই সঙ্গে ব্যবসার নিরাপত্তা প্রদানসহ তাঁদের জন্য একটি কল্যাণ তহবিল গঠনের আহ্বান জানান সেমিনারে উপস্থিত বক্তারা।