ধর্মের আলোকে মিয়ানমারকে বোঝানোর আহ্বান মন্ত্রীর

Looks like you've blocked notifications!
রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আয়োজিত ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনায় মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। ছবি : এনটিভি

রোহিঙ্গা জনগোষ্ঠীদের ওপর চলমান নির্যাতন-নিপীড়ন বন্ধ করতে বাংলাদেশের বৌদ্ধ ধর্মের নেতাদের তাদের ধর্মের আলোকে মিয়ানমার সরকারকে বোঝানোর আহ্বান জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

আজ রোববার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে আয়োজিত ঘাতক দালাল নির্মূল কমিটির আলোচনায় অংশ নিয়ে মন্ত্রী এই আহ্বান জানান।

মোজাম্মেল হক বলেন, বৌদ্ধধর্মে জীব হত্যা মহাপাপ। অথচ মিয়ানমার সেনাবাহিনী ও স্থানীয় বৌদ্ধ মগরা নির্বিচারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগ করে চলেছে। বৌদ্ধধর্মের নেতাদের মিয়ানমার সফর করে সে দেশের সেনাবাহিনী ও সরকারকে রোহিঙ্গাদের ওপর চলমান অমানবিক বিষয়টি তুলে ধরারও আহ্বান জানান মন্ত্রী।

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইন রাজ্যে অভিযান চালায় সেনাবাহিনী। রোহিঙ্গাদের বিরুদ্ধে দমনপীড়ন, গণহত্যা, গণধর্ষণ চালায় তারা। অভিযানের মুখে ছয় লক্ষাধিক রোহিঙ্গা সীমান্ত পাড়ি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।