রাষ্ট্রপতির আশা

ন্যায়বিচার নিশ্চিত করতে বিচারকরা ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন

Looks like you've blocked notifications!

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বিচার বিভাগ জনগণের বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থল। ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ সব স্তরের বিচারকরা ন্যায়নিষ্ঠভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

আজ রোববার ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতিরা বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এসব কথা বলেন।

আবদুল হামিদ বলেন, ‘বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সকল কর্মকর্তা ন্যায়নিষ্ঠ ও আন্তরিকতার সাথে তাদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।’

বৈঠকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এ সময় প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানেও রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান। সেদিনই সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে।