২০১৮ সাল

২২ দিন সরকারি ছুটির সাত দিনই শুক্র-শনি

Looks like you've blocked notifications!

২০১৮ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন করেছে মন্ত্রিসভা পরিষদ। তালিকা অনুযায়ী ২২ দিন সরকারি ছুটির মধ্যে সাত দিনই পড়েছে বন্ধের দিন শুক্র ও শনিবার। 

আজ সোমবার সচিবালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মো. শফিউল আলম। এর আগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সভাপতিত্বে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। 

মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন, ২০১৮ সালে সরকারি ছুটি ২২ দিন। এর মধ্যে সাধারণ ছুটি ১৪ দিন ও নির্বাহী আদেশে ছুটি আট দিন।

শফিউল আলম আরো জানান, সাধারণ ছুটি ১৪ দিনের মধ্যে চার দিন ও নির্বাহী আদেশে ছুটি আট দিনের মধ্যে তিন দিন শুক্র ও শনিবার পড়েছে। তাই ২২ দিনের মধ্যে সাত দিনই সাপ্তাহিক ছুটি থাকবে। 

এর আগে বৈঠকে ওয়েজ আর্নার্স বোর্ড আইন, ২০১৭-এর খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। 

আজকের বৈঠকে শেখ হাসিনা বিশ্বের ৩০তম ক্ষমতাধর নারী হিসেবে বিখ্যাত সাময়িকী ফোর্বসে অবস্থান ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিল হিসেবে স্বীকৃতি পাওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান মন্ত্রিসভার সদস্যরা।