খালেদা জিয়ার পক্ষে বান্দরবানে বন্যার্তদের ত্রাণ বিতরণ
বান্দরবানে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। আজ সোমবার সকাল ১০টায় শহরের বঙ্গবন্ধু মুক্তমঞ্চে আনুষ্ঠানিকভাবে ত্রাণ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন পৌর মেয়র ও বান্দরবান জেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক মো. জাবেদ রেজা।
বান্দরবান শহর, কালাঘাটা ও বালাঘাটা এলাকার বন্যায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার পরিবারের হাতে খালেদা জিয়ার পক্ষে ত্রাণ তুলে দেওয়া হয় বলে জানান জাবেদ।
পৌর মেয়রের নেতৃত্বে বিএনপিসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা এই ত্রাণ বিতরণ করেন। এ সময় পৌর বিএনপির সহ-সভাপতি আবু সালেহ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাসুদ চৌধুরী, জসিম উদ্দিন তুষার, চনুমং মারমা, যুবদলের সভাপতি আবু বক্কর, ছাত্রদলের সভাপতি সাবেকুর রহমান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আলী হায়দার বাবুল, শ্রমিক দলের সহসভাপতি নুরুল ইসলাম, কৃষক দলের সভাপতি মো. ইসলাম কোম্পানী, মৎস্যজীবী দলের সভাপতি রেজাউর রশিদ রেজা, মহিলা দলের যুগ্ম আহ্বায়ক আয়েশা বেগমসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।