মেহেরপুরে ৩০ হাজার ভারতীয় ট্যাবলেট জব্দ, গ্রেপ্তার ১

Looks like you've blocked notifications!
মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ৩০ হাজার ভারতীয় ওষুধসহ আটক আহসান মল্লিক (মধ্যে)। ছবি : এনটিভি

মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান গ্রামে ৩০ হাজার ভারতীয় ট্যাবলেট জব্দ করেছে পুলিশ। এ সময় আহসান মল্লিক (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ওই অভিযান চালানো হয়।  

আটক আহসান আলী বাগোয়ান গ্রামের বাসিন্দা। তিনি একজন চোরাচালানি বলে দাবি পুলিশের।

মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আব্দুস সালেক জানান, ভারতীয় ওষুধ চোরাচালানের খবর পেয়ে সকালে উপপরিদর্শক (এসআই) টিপু সুলতানের নেতৃত্বে পুলিশের একটি দল বাগোয়ান গ্রামে অভিযান চালায়। এ সময় ৩০ হাজার যৌন উত্তেজক ভারতীয় বড়িসহ আহসানকে আটক করা হয়। যার মূল্য ছয় লাখ টাকারও বেশি বলে তিনি দাবি করেন। 

বড়িগুলো ভারত থেকে এনে দেশের বিভিন্ন স্থানে পাঠানোর প্রস্তুতি চলছিল বলে জানান ওসি। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে আহসানের নামে মামলা করে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।